বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ভোক্তার ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে অভিজাত আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১০ই মার্চ বুধবার বেলা ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযান চালিয়ে নানান অভিযোগে এ জরিমানা করেন।

প্রত্যক্ষদর্শী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরনো মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলে। এসকল অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

তবে এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো.আল-আমিন।

অভিযানে বড়লেখা থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা প্রদান করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *