বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কার্যকরি কমিটি গঠন

বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কার্যকরি কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট জিন্দাবাজারস্থ সিলেট ম্যাটসের কনফারেন্স হলে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিটিতে উপদেষ্টাবৃন্দরা হলেন, জুবেরী আবু সাঈদ, মোহাম্মদ শামছ উদ্দিন, সুফিয়ান আহমেদ চৌধুরী, হাসিব চৌধুরী, রোকসানা হক, দেওয়ান এ এইচ এম মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, প্রিন্স সাদারুজ্জামান চৌধুরী, আদিত্য নজরুল, কাউসার জাহান লিপি, মুসলে উদ্দিন, আজাদ খান, উত্তম কুমার চৌধুরী, বিনতা দেবী।
সভায় সর্বসম্মতিক্রমে রাহনামা শাব্বীর চৌধুরী-কে সভাপতি ও মাসুমা টফি একা-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি ইসরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, বিমলেন্দু পাল, জুঁই ইসলাম, লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক রওশন আরা বাঁশি খূৎহৈবম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান আব্দুল কুদ্দুস শমসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান নূর চৌধুরী, রওনক চৌধুরী, দেওয়ান সোলেমান আশরাফী, জওয়াহের হোসেন, আশরাফ আহমদ, নিয়াজমিন চৌধুরী, সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তারেক, সহ সাহিত্য সম্পাদক রাজা রাকিব, সহ সাহিত্য সম্পাদক শিপুল আমিন চৌধুরী, প্রচার সম্পাদক শুকরানা বেগম, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল, আইন বিষয়ক সম্পাদক শিপারা বেগম শিপা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার বিথী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিমান বিহারী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেহানা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দা রিমি কবিতা, সিনিয়র সদস্য ছয়ফুল আলম পারুল, সুফিয়া জমির ডেইজি, জাহাঙ্গীর আলম, নাজনীন আক্তার কণা, লিপি খান, আন্তর্জাতিক অঙ্গনের সদস্যবৃন্দরা হলেন, লুৎফুর চৌধুরী রাকিব ইউ কে, নীলাক্ষী সরকার (অনুরাধা) শিলিগুড়ি ভারত, ফয়জুর রহমান ফয়েজ ইউ কে, আজু অজন্তা কলকাতা, সদস্য কয়েস আহমদ, ডাঃ রায়হানা আহমদ, মিহির মোহন, সন্তোষ রঞ্জনপাল, আশালতা। সাহিত্য অনুরাগী জুবের আহমদ শিমুল, ফাহিমা কবির, মনি বেগম, ফিরোজ আহমদ সোয়েব, মোহাম্মদ শাহজাহান, শামিম আহমেদ ইউ কে।
উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে রাহনামা শাব্বীর চৌধুরীকে আজীবন সভাপতি হিসেবে পদাসীন রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *